১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৩০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

শেখ রাসেল পানি শোধনাগার এবং বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘন্টার সম্প্রচার কার্যক্রম উদ্বোধন গ্রাম পর্যায়েও উন্নয়ন করতে হবে: প্রধানমন্ত্রী

     

শুধু রাজধানীভিত্তিক নয় গ্রাম পর্যায়েও উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী সবাইকে পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান এবং সারাদেশে রেল ব্রিজগুলো সংস্কারের নির্দেশ দেন।

এর আগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ব্রাক্ষণবাড়িয়া তিতাস এবং মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু, চট্টগ্রাম ওয়াসার শেখ রাসেল পানি শোধনাগার, খুলনা ওয়াসার বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, রেলপথ বর্ধিতকরণ, নতুন কোচ প্রতিস্থাপন, পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা পল্লী লেনদেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply