২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:৫৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ

শ্যামল-সালাম-মানিক স্মৃতি বিজয় দিবস আন্তর্জাতিক  রেপিড রেটিং বিজয় দিবস দাবা প্রতিযোগিতা সম্পন্ন

     

চট্টগ্রাম পোর্ট সিটি সিনিয়র ক্লাবের তিন জন সদস্য মরহুম শ্যামল-সালাম-মানিক এর সম্মানে বাংলাদেশ দাবা ফেডারেশন কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম পোর্ট সিটি সিনিয়র ক্লাব আয়োজিত শ্যামল-সালাম-মানিক স্মৃতি আন্তর্জাতিক (ফিদে) রেপিড রেটিং বিজয় দিবস দাবা প্রতিযোগিতা ১৩ ডিসেম্বর ২০১৯ নিজস্ব ক্লাবের নিজস্ব হল রুমে ৩০ জন রেটেড দাবাড়ু এবং ৫ জন নন রেটেড ক্ষুদে দাবাড়ু অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় প্রতিযোগিতা উদ্বোধন করেন- সিজেকেএস নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভা শেষে রেটিং ও নন রেটিং চ্যাম্পিয়ন রানার্স আপ খেলোয়াড়দের কাপ, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়াও প্রথম ১২ জন খেলোয়াড়কে প্রাইজমানি, সনদপত্র এবং অংশ গ্রহনকারী প্রত্যেক খেলোয়াড়দের রেটিং সনদপত্র দেওয়া হয়। এই প্রতিযোগিতায় রেটিং খেলোয়াড়দের মধ্যে মুজিবুর রহমান চ্যাম্পিয়ন এবং দিব্য দাশ গুপ্ত রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। নন রেটেড জুনিয়র খেলোয়াড়দের মধ্যে শুভ্রজিৎ মজুমদার চ্যাম্পিয়ন ও অনুরণ নাগ অর্ক রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ দাবা ফেডারেশন এর সাধারণ সম্পাদক, সিজেকেএস সহ সাধার সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিজেকেএস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী এবং পোর্ট সিটি সিনিয়র ক্লাবের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান চৌধুরী, উপদেষ্টা কেশব ঘোষ, সিনিয়র সদস্য উত্তম নাগ, সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক সুজিত সেন, সমাজ সেবা সম্পাদক কাজল চৌধুরী, সদস্য উত্তম রায় বক্তব্য রাখেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন, দাবা ফেডারেশন জাজ (রেফারি) ইঞ্জিনিয়ার এম তারেক। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও দাবা প্রতিযোগিতার উদ্বোধক সৈয়দ শাহাবুদ্দীন শামীম ও মশিউর রহমান চৌধুরী।

শেয়ার করুনঃ

Leave a Reply