১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:২২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

নৃত্য আমাদের প্রাণের সংস্কৃতি

     

 

নৃত্য আমাদের প্রাণের সংস্কৃতি। এই সংস্কৃতি যুগ যুগ ধরে আঁকড়ে রয়েছে আমাদের হৃদয়ে। মনের গভীরে গেঁথে আছে নৃত্যের শেকড়। হৃদয়ে প্রস্ফুটিত হয় নৃত্য ও ছন্দের ফুল। তাছাড়া নৃত্য হচ্ছে গুরুমুখী বিদ্যা। এই বিদ্যা অর্জন করতে পারলেই হওয়া যায় একজন শিল্পমনা মানুষ।

সৃজনশীল নৃত্য ও শাস্ত্রীয় নৃত্যচর্চার মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায় একজন প্রকৃত শিল্পী হিসেবে। শিল্প চর্চা কেন্দ্র ও আত্ম-উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র উদ্যোগে বৃহস্পতিবার শিশু একাডেমির মুক্তমঞ্চে মুজিব বর্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি উৎস্বর্গিত নৃত্য উৎসবের উদ্বোধনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী একথা বলেন। সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় নৃত্য উৎসবের কথামালায় অতিথি ছিলেন অধ্যাপক রীতা দত্ত, পূর্বা’র উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আলী, শওকত আলী সেলিম, স্বপ্নযাত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব চক্রবর্তী, পূর্বা যুব কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রাবনী ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক প্রান্তি ভট্টাচার্য, পূর্বার সদস্য প্রকৌশলী মোঃ মামুন, মনিরুল ইসলাম, সৌরভ হোসেন, নকিবুল চৌধুরী, মোসুমী ভট্টাচার্য, রাজু হোড়, মোঃ দস্তগীর আলম, তাহরীন আফরোজ, উর্মি আক্তার, ডেইজী মল্লিক, তুষি আক্তার, পুস্পিতা বৈদ্য, তিথি মজুমদার, তুর্ণা চক্রবর্ত্তী, জান্নাতুল ফেরদৌস অপ্সরা, কবিতা পালিত, মিউসিং মারমা, উমেসিং মারমা, এসিংজয় মারমা প্রমুখ। নৃত্যোৎসবে পূর্বা’র নৃত্য বিভাগের শতাধিক শিক্ষার্থী ভরতনাট্যম, কথক, সৃজনশীল, লোকনৃত্য’র উপর মোট ২২টি পরিবেশনায় অংশগ্রহণ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply