২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

ডিবি পুলিশ চট্টগ্রামে প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে

     

 

একটি লোহার চেইন, একটি চাকু, চারটি মোবাইল সেট, নগদ ৫০০০/-(পাঁচ হাজার) টাকা, ১টি দেশীয় তৈরী সর্ট রাইফেল ও একটি গুলি সহ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।আজ ২২ জানুয়ারী রাত অনুমান ২.৩০ টায় ইপিজেড থানাধীন বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোড ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত হলেন ১) মোঃ আবু তাহের(৪৮), পিতা-মৃত আব্দুল বারেক, মাতা-মৃত ছেমনা খাতুন, সাং-শিবপুর, তাজ মন্দার বাড়ী, মনির চেয়ারম্যানের বাড়ীর পার্শ্বে, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, বর্তমানে- সাং-উত্তর জসপুর, মৃত হাবিবুল্লা(শ্বশুর), বেলাল সাহেবের মাদ্রাসার সামনে অদু ভূঁইয়ার বাড়ী, পোঃ উত্তর জসপুর, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী এবং চট্টগ্রাম শহরে ভাসমান, ২) হামিদা আক্তার রুনা(৩০), পিতা-মৃত মঈন উদ্দিন, স্বামী-হৃদয় জমাদ্দার, মাতা-রাবেয়া বেগম, সাং-চৌমরা মেদ্দা বাড়ী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমানে-বন্দর টিলা মোড় আলপনা স্টোডিও সামনে জসিম জমিদারের ভাড়াঘর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম ৩) মনোয়ারা বেগম মিনু(৩৫), স্বামী-মৃত জাহাঙ্গীর, পিতা-মৃত ওবাদুল হক চৌধুরী, মাতা-মৃত হাসুম বানু, সাং-আধার মানিক, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কলসী দীঘির পাড় ডোম পাড়া, ইনচার্জ হাবিবের ভাড়াঘর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম ৪) রিয়া বেগম(২৭), স্বামী-মোঃ মিন্টু মিয়া, পিতা-মৃত আব্দুর সাত্তার, মাতা-নুর জাহান বেগম, সাং-উত্তর দূর্গা পুর, গাইন বাড়ী, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, বর্তমানে-নিউমুরিং ৭ম তলার মোড়, মাঝি বাড়ী, অথবা বন্দর টিলা মোড় আলপনা স্টোডিও সামনে জসিম জমিদারের ভাড়াঘর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৫) জনি রাণী দে(২৪), স্বামী-টিপু, পিতা-তপন কান্তি দে, মাতা-মনি বালা দে, সাং-ঈদগাঁও ইসলামা বাদ,(হিন্দু পাড়া), গোপাল চেয়ারম্যানের বাড়ী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-কলসী দীঘির পাড় ডোম পাড়া, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৬) জোবাইদা সুলতানা হিরা(২০), পিতা-মোঃ ফেরদৌস(বোবা), মাতা-নুরনেছা বেগম, সাং-পূর্ব কেসুয়া শওকত মেম্বার দুলা মিয়া হাজী বাড়ী, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম বর্তমানে-বন্দর টিলা মোড় আলপনা স্টোডিও সামনে জসিম জমিদারের ভাড়াঘর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।

উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ)  পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে ডিবি টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোড ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply