১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৭/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

যৌথ অভিযান গর্জন কাঠসহ ট্রাক আটক

     

র‌্যাব-৭ ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোর ৪-৩০ টায় যৌথভাবে ত্রিপলঢাকা কাঠভর্তি ট্রাক নং- চট্টমেট্রো ট-১১-৩৮৪৯ নম্বরের ট্রাককে  আটক করে। ওই ট্রাকে ১৮৫৮ টুকরা ৫৩৯.১৩ ঘনফুট রদ্দা ও চিড়াই গর্জন কাঠ ছিল।

জানা গেছে, নগরীর চান্দগাঁও থানার টার্মিনাল এলাকায় যৌথ টহলদল ট্রাকটির গতিরোধ করে। এক পর্যায়ে ট্রাকটি রাস্তার পাশে রেখে কাঠ পাচারকারী ও ট্রাক ড্রাইভারও পালিয়ে যায়।
আটক ট্রাকটি তল্লাশি করে অবৈধভাবে পরিবাহিত ১৮৫৮ টুকরা ৫৩৯.১৩ ঘনফুট রদ্দা ও চিড়াই গর্জন কাঠ জব্দ করা হয়। আটক এসব বনজদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।ফরেস্টার মো. একরাম হোসেন বাদী হয়ে এ ব্যাপারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালতে বন মামলা নং-১৩/শহর অব ২০১৯-২০২০ দায়ের করা হয়।
আটক বনজদ্রব্যসহ ট্রাকটি কালুরঘাট সরকারী কাঠের ডিপো হেফাজতে রাখা হয়েছে। অভিযানে অংশগ্রহণ করেন শহর রেঞ্জ বন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার ব্রজগোপাল রাজবংশী, র‌্যাব-৭ এর এস আই মো. আসাদ, শহর রেঞ্জের এফজি শাহজাহান, এফজি তোফাজ্জেল হোসেন, এফজি মো. আমীর হোসেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply