২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৫/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ

৩০ জানুয়ারিই ভোটের সিদ্ধান্ত দিল হাইকোর্ট

     

 ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারিই অনুষ্ঠিত হবে।  ভোটের তারিখ পরিবর্তনের জন্য এক রিট আবেদন খারিজ করে দিয়ে এদিন ভোটে বাধা নেই বলে সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট এ আদেশ দেন।

তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে বাদী পক্ষ।

এর আগে গতকাল সোমবার সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হয়।  আজ আদেশের তারিখ ধার্য করেছিলেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply