২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:৪০ পূর্বাহ্ণ

বিত্তশালীরা হতদরিদ্র শীতার্তদের পাশে দাঁড়ালে বঞ্চিত মানুষগুলো উপকৃত হবে – আবিদা আজাদ

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (৪নং সংরক্ষিত) ৯ ১০ ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের  মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম ওয়াসা পরিচালনা বোর্ডের সদস্য নারীনেত্রী আবিদা আজাদ বলেছেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা হতদরিদ্রদ শীতার্তদের পাশে দাঁড়ালে সুবিধা বঞ্চিত মানুষগুলো উপকৃত হবে। বর্তমান সরকার সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা গ্রাম পর্যায়ে বিধবা ভাতা, চসিকের উদ্যোগে হেলথ কার্ড দিয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবাসহ নানা উদ্যোগের মাধ্যমে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তাই সরকারের পক্ষে সকল সমস্যা একেবারেই নির্মূল করা সম্ভব নয়। সমাজে  শিল্পপতি ও সমাজ সেবকরা যদি সরকারের পাশাপাশি এগিয়ে আসে সমাজ উপকৃত হবে। ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তরুণ সমাজসেবক মো: এসকান্দার মিয়া ঝন্টুর সার্বিক সহযোগিতায় কাউন্সিলর আবিদা আজাদের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে সমাজ সেবক আব্দুস ছালামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন হিরু, যুগ্ম আহ্বায়ক মো: হাবিবুর রহমান, সমাজসেবক মনছুর আহমদ, আফছার আলম, মো: আনোয়ার হোসেন, বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি আবুল কালাম, চসিকের ওয়ার্ড কর্মচারী মো: খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ মুনাজাত পরিচালনা করেন পেশ ইমাম সালাহ উদ্দিন আহমেদ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply