১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

উদ্যোক্তা হতে নারীদের উৎসাহিত করেন – প্রধানমন্ত্রী

     

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে ৩দিন ব্যাপী রঙ্গন ফ্যাশন বিডির সহযোগিতায় ‘সাকসেস’ আয়োজিত শীতকালিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চিটাগাং ক্লাব লিমিটেড’র চেয়ারম্যান ও দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রশাসক জসীম উদ্দিন চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে প্রতিনিয়ত উৎসাহ দেন। উদ্যোক্তা মেলার মাধ্যমে নারীরা উদ্যোক্তারা হতে উৎসাহিত হয় ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়। নারীদের সাবলম্বী করতে এরকম আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন। শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় উদ্বোধনী অণুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দিন চৌধুরী এসব কথা বলেছেন। মেলার আয়োজক অনলাইন ভিত্তিক গ্রুপ সাকসেস এর প্রতিষ্ঠাতা হৈমন্তী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন পরিষদের চট্টগ্রাম’র প্রধান সমন্বয়কারী জসীম চৌধুরী, রাইজিং স্টারের প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন, যুব নারী উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট আফরোজা সুলতানা পূর্ণিমা। আয়োজক প্যানেলে ছিলেন ‘সাকসেস’ এর এডমিন আজিম উদ্দিন, বায়োজিদ হোসেন, সাথী দেবী, সোমা খান।
প্রতিদিন সকাল ১০টা রাত ৮টা পর্যন্ত মেলায় দর্শক ও ক্রেতারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
মেলায় শাড়ী-পাঞ্জাবী, সালোয়ার-কামিজ, টপস, কাপল ড্রেস, বাচ্চাদের পোশাক, ফ্যামিলি ম্যাচিং ড্রেসসহ বাহারি নকশার পোশাক পাওয়া যাচ্ছে এছাড়া হ্যান্ডিক্রাফটস, পাট ও চামড়াজাত দ্রব্য, কসমেটিক্স, হাতের তৈরি দেশিয় গহনাসহ নানা ধরনের জুয়েলারি সামগ্রী পাওয়া যাচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply