২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:২২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

লামায় প্রনোদনার সার-বীজ পেয়ে খুশী প্রান্তিক কৃষকেরা

     

 

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামায় প্রান্তিক কৃষকেরা সরকারি কৃষি প্রনোদনা পেয়ে খুশী। কৃষি বিভাগ চলতি   রবি মৌসুমে ৩৫০ জন ভ’ট্টাচাষী ও ৩৫ জন বাদাম চাষীর মধ্যে ৫ লক্ষ, ১৬ হাজার, ৪২৫ টাকা মূল্যমানের কৃষি প্রনোদনা বিতরন করেছে । সূত্র জানায়, ভুট্টা চাষের প্রনোদনা বাবদ ৪ লক্ষ, ৬১ হাজার, ৩ শত টাকা এবং বাদাম চাষের প্রনোদনা বাবদ ৫৫ হাজার ১২৫ টাকার বীজ ও সার বিতরন করা হয়েছে কৃষকদের মাঝে। ৩৫০ জন ভুট্টা চাষীর জনপ্রতি ২ কেজি ভুট্টাবীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। ৩৫ জন বাদাম চাষীর প্রতিজন কৃষকের মাঝে ২ কেজি বাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার-ভারপ্রাপ্ত কৃষি অফিসার সানজিদা বিনতে সালাম বলেছেন, ক্ষুদ্র চাষীদের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করণ করা হচ্ছে। এর ফলে খাদ্যশষ্যের বহুমুখীতা সৃষ্টির মাধ্যমে খাদ্য ঘাটতি পূরণসহ প্রান্তিক কৃষকের আর্থ-সামাজিক উন্নয়ন সাধনের জন্য কৃষি প্রনোদনা দেয়া হয। প্রান্তিক কৃষকেরা প্রনোদনা পেয়ে উৎসাহিত হয়েছেন। কৃষকরা এই সহায়তা কাজে লাগিয়ে পরবর্তী মৌসুমের (আউশ) কৃষি উৎপাদনের সুযোগ পাওয়াসহ উৎসাহিত হবেন বলে এই কর্মকর্তা জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply