২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-৮ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ১০ ধরণের যানবাহন চলাচলে সিএমপির নিষেধাজ্ঞা

     

আগামী ১৩ জানুয়ারী ২০২০ তারিখ চট্টগ্রাম একাদশ জাতীয় সংসদের ২৮৫, চট্টগ্রাম-৮ শূন্য আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় ১৯৮৩ সালের মটর ভ্যাহিক্যালস অধ্যাদেশ (১৯৮৩ সালের ৫৫ নাম্বার অধ্যাদেশ) এর ৮৮ ধারা অনুযায়ী ভোট গ্রহণের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১২ জানুয়ারী ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০টা হতে ১৩ জানুয়ারী ২০২০ তারিখ দিবাগত মধ্য রাত ১২.০০টা পর্যন্ত নিন্মোক্ত ১০ প্রকারের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যেসব যানবাহন চলাচলে  নিষেধাজ্ঞা হলো তা হলো  বেবী টেক্সী/অটোরিক্সা/ইজিবাইক. পিক আপ (৯) টেম্পো,
ট্যাক্সি ক্যাব,  কার, ইজি বাইক এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন
(মাইক্রোবাস (৭) বাস
(৪) জীপ (৮) ট্রাক।

এছাড়াও ১১ জানুয়ারী ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০টা হতে ১৪ জানুয়ারী ২০২০ তারিখ মধ্যরাত ১২.০০টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপরও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং জরুরী কাজে নিয়োজিত (যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি) কার্যক্রম ব্যবহারের উপর উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়ক (ঐরমযধিু), বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply