২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৫৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৫৫ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় আ’ লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সাথে মোবাশ্বিরা ফাউন্ডেশনের মতবিনিময়

     

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সাথে মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য ভাগিনা, বাংলাদেশ আওয়ামী যুলীগের সাবেক উপ সমবায় সম্পাদক আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন চৌধুরী মতবিনিময় করেন। আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে পুনরায় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত  রাতে আমিনুল ইসলাম আমিনের বাসভবনে মতবিনিময়কালে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন, মনে করিয়ে দিতে হয় না। দুই হাতে ঢেলে দিচ্ছেন। রাস্তা চেয়েছি, ফ্লাইওভার দিয়েছেন। ফ্লাইওভার চেয়েছি, টানেল দিয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের আজ কত নেতা!
আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু এই চট্টগ্রাম নিয়ে স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা বিশ্বনেত্রী আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও এই চট্টগ্রাম নিয়ে আশাবাদী। চট্টগ্রামকে তিনি আলাদা চোখে দেখেন। যতবার তিনি চট্টগ্রামে এসেছেন ততবার তিনি উন্নয়নের বার্তা নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী যেমন দেশের মানুষের জন্য ভাবেন তেমনি চট্টগ্রামের জন্যও চিন্তা করেন। চট্টগ্রামকে দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তাই করছেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, যুবলীগ নেতা শাহ আলম, মমিনুল আলম, নাছির উদ্দিন, মো. দিদার, ছাত্রলীগ মোবারক বাবু, যুবলীগ নেতা জাহাঙ্গীর, আসাদ রুবেল, ছাত্রলীগ নেতা সজীব, সাগর, ইমন, আব্দুল্লাহ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply