২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৪১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ

পটিয়া ভাটিখাইন সৎসঙ্গের মহা মহোৎসব ৯ ও ১০ জানুয়ারী

     

সৎসঙ্গ পটিয়া ভাটিখাইন শাখার আয়োজনে যুগপুরুষোত্তম, পরমপ্রেমময় দ্রষ্টাঋষি, শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম আবির্ভাব বর্ষ স্মরণ উপলক্ষে মহা মহোসবের ২ দিনব্যাপী কর্মসূচী ৯ ও ১০ জানুয়ারী ভাটিখাইন সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মাঙ্গলিক কর্মকান্ডের মধ্য দিয়ে পালিত হবে। কর্মসূচীতে থাকবে বর্ণাঢ্য শুভ উদ্বোধন, নগর কীর্তন, বিশ্বমঙ্গল বিনতি প্রার্থনা, সদ্গ্রন্থ পাঠ, “বর্তমান যুগ সমস্যা সমাধানে শ্রীশ্রীঠাকুরের জীবনাদর্শ” শীর্ষক আলোচনা সভা, অবতারী পুরুষোত্তমগণের পরম্পরায় শ্রীশ্রীঠাকুরের দিব্য জীবনালোকে রচিত নাটক “আসেন প্রভু বারে বারে”, দীক্ষা, আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ ও যাজন সংগীতের আসর প্রভৃতি। অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান বক্তাবৃন্দের মাঝে উপস্থিত থাকবেন, এস.পি.আর সুনীল বিকাশ দাশ, প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, এস.পি.আর অধ্যাপক দিলীপ কান্তি দাশ, চ.বি গবেষক ভাষ্কর ডি.কে. দাশ (মামুন), ইউ.পি চেয়ারম্যান মুহাম্মদ বখতিয়ার, শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ, সৎসঙ্গ ফাউন্ডেশন সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সম্পাদক শুভশীষ দাশ, অধুর্য্য সুকান্ত দত্ত, সংগঠক অসীম কান্তি দে, ডাঃ ফাতেমা তুজ জোহরা, শিক্ষাবিদ ননী গোপাল পাল, প্রকৌশলী মাধব দে, ডাঃ সিম্পল দে (সুমি), প্রকৌশলী অনুপম দে, প্রকৌশলী বিশ্বজিত সিংহ প্রমুখ।
২দিন ব্যাপী কর্মসূচী সফল করতে উৎসব আহবান জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদ ১৪২৬ বাংলার সভাপতি যুগল কান্তি দে, সাধারণ সম্পাদক অসীম কান্তি দে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply