২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৩:৩৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৩৬ পূর্বাহ্ণ

আলীকদমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২ তম জন্ম মহোৎসব সাড়ম্বরে পালিত

আলীকদমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২ তম জন্ম মহোৎসবে আমন্ত্রিত অতিথিবৃন্দ

     

প্রশান্ত দে- আলীকদম 
সৎসঙ্গের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২ তম জন্ম মহোৎসব সাড়ম্বরে পালিত হয়েছে বান্দরবান জেলার আলীকদম সৎসঙ্গ কেন্দ্রে। জন্ম মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঊষাকীর্তন, মাতৃসম্মেলন, ধর্মসভা, লীলা কীর্তন, ভজন কীর্তন, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
এস.পি.আর অমল কান্তি ধর (বাপ্পী)’র সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। প্রধান বক্তা ছিলেন চট্রগ্রাম সৎসঙ্গ বিহারের সভাপতি এস.পি.আর তিমির কান্তি সেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ডালিম পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, চকরিয়া শাখার সভাপতি সৌরভ দাশ ও ডাঃ স্বপন কুমার দে উপস্থিত ছিলেন।
সুব্রত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মসভায় বক্তব্য রাখেন দীপক দাশ, এস.পি.আর চন্দন ভট্টাচার্য, বন বিহারী দে, লিটন দাশ, স্বপন ধর, নারায়ণ মজুমদার ও অজয় ধর প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষা গ্রহণ করেন।
ধর্মসভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিলকী রানী দাশ।

শেয়ার করুনঃ

Leave a Reply