১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩২/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৭:৩২ পূর্বাহ্ণ

অসহায় মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

     

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এবং ২৮, ২৯ ও ৩৬ নং ওয়ার্ডের নারীনেত্রী ও মানবাধিকার সংগঠক জিন্নাত আরা লিপির পৃষ্ঠপোষকতায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপী খাবার বিতরণ করা হয়। ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের দারুল হাকিম ইসলামীক একাডেমির হেফজখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন ফাউন্ডেশনের জেলা কমিটির সেক্রেটারী মতিউর রহমান সৌরভ ও আজীবন সদস্য নারীনেত্রী জিন্নাত আরা লিপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মাঈনুল হক বাবুল, সংগঠক প্রীতম কর, সংগঠক তৌহিদ হোসেন মজুমদার, মুক্তা আরজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব সংগঠকবৃন্দ।
উদ্বোধন কালে উদ্বোধকদ্বয় বলেন গরীব-দুখী অসহায় মানুষকে ভালোবাসার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়। সমাজের বিত্তশালীদের যার যার অবস্থান থেকে সুবিধাবঞ্চিত, অসহায় ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply