১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৬/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

‘সাংবাদিকরা এখন কর্মচারিতে পরিণত হয়েছেন’-অ্যাটর্নি জেনারেল

     

‘সাংবাদিকরা এখন কর্মচারিতে পরিণত হয়েছেন’ এমন মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম বলেছেন, ‘সংবাদপত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইন্ডাস্ট্রি ওয়ালারা। মিডিয়াগুলো এখন আর সাংবাদিকদের হাতে নেই।’

আজ শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত বার্ষিক সাধারণ সভায় তিনি এসব বলেন।

মাহবুবে আলম বলেন, ‘সাংবাদিকরা রুটি-রুজির জন্য কাজ করে না। তারা প্রাণের তাগিদে সত্য উদঘাটনের জন্য কাজ করে। বর্তমান সময়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলো এমন কিছু মালিকের হাতে চলে গেছে, তাদের কৃষ্টি-কালচার ও সংস্কৃতি সম্পর্কে কোনও ধারণা নেই। তারা সাংবাদিকতা বুঝে না। মিডিয়া হাউজগুলো করপোরেট অফিসে পরিণত হয়েছে। এ কারণে প্রতিনিয়ত সাংবাদিকরা চাকরি হারাচ্ছে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আইনজীবী আর সাংবাদিকদের কাজ প্রায় একই ধরনের। আইনজীবীদের বিভিন্ন সংগঠন আছে। তারা সংগঠনগুলো থেকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পেয়ে থাকে। সাংবাদিকরাও এরকম সংগঠন করতে পারে। এতে তারাও উপকৃত হবে। সাংবাদিকদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা যেতে পারে। অল্প অল্প টাকা জমিয়ে রাখলে অসুস্থ হলে বা মৃত্যু বরণ করলে একসঙ্গে অনেক টাকা পেতে পারে। আইনজীবীদের জন্য এমন ব্যবস্থা আছে।’

তিনি বলেন, ‘প্রতি ৫ বছর অন্তর অন্তর শ্রমিকদের জন্য ওয়েজবোর্ড নির্ধারণ করা হয়। সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড চালু হয়েছে। কিন্তু এর সফল এখনো পায়নি। সাংবাদিক ও মালিকদের একান্ত সহযোগিতায় এটি বাস্তবায়িত হলে সকল সংবাদকর্মী এর সুফল পাবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, আক্তার হোসেন প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply