১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:২৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

সুনামগঞ্জে ২দিনব্যাপী নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

     

আল-হেলাল,সুনামগঞ্জ
জাতীয় কবি নজরুল ইসলামের সংগীতকর্মকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে সুনামগঞ্জে ২দিনব্যাপী নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার রাতে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি জোসেফ কমল রড্রিক্স। জেলা শিল্পকলা একাডেমীর কালসারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল এর পরিচালনায় কর্মশালা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল সংগীত সংস্থার সাধারন সম্পাদক খায়রুল আনাম শাকিল,সংগীত প্রশিক্ষক করিম হাসান খান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান প্রমুখ। এসময় বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক আল-হেলালসহ কর্মশালায় ৭১ জন অংশগ্রহনকারী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এর আগে ২২ ডিসেম্বর রোববার বিকেলে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় নজরুল সংগীত এর উপর প্রশিক্ষণ প্রদান করেন ছায়ানট এর সংগীত প্রশিক্ষক কল্পনা খানম।
আলোচনা সভায় বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দানসহ এই দেশে আজন্ম থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। দু:খী নজরুল এই দেশের মাটিতেই শুয়ে আছেন। তিনি আমাদের জাতীয় কবি। জাতীয় কবির সংগীত কর্মকে ঢাকায় সীমাবদ্ধ রাখলে চলবেনা। সারা জাতির কাছে এই মহাণ কবির স্মৃতি ও সংগীত কর্মকে তুলে ধরতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা সারা দেশে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নজরুল গীতি প্রচার প্রসারে কাজ করে যাচ্ছি। পরে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র প্রদানের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply