২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৫৭/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:৫৭ পূর্বাহ্ণ

গ্রীণ-বার্ড একাডেমীর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

     

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো কামরাবাদ বনানী হাউজিং সোসাইটিস্থ গ্রীণ-বার্ড (এম.আর.এম) একাডেমীর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মধ্যে রয়েছে পদযাত্রা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা। সভার শুরুতে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। একাডেমীর প্রিন্সিপাল আবুল খায়ের মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ভাইস প্রিন্সিপাল সুমী দাশ।
সভায় প্রিন্সিপাল আবুল খায়ের মিন্টু বলেন,আজ মহান বিজয় দিবস। একাত্তরের এই দিনে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাস ব্যাপী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আলোচনার টেবিলে বাংলাদেশের স্বাধীনতা আসেনি, এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। ভাইস প্রিন্সিপাল সুমী দাশ বলেন, পৃথিবীর সব স্বাধীন দেশেরই স্বাধীনতা দিবস আছে। কিন্তু বিজয় দিবস নেই। আমরা একই সঙ্গে স্বাধীনতা ও বিজয় দিবসের উত্তরাধিকারী। যেসব অগণিত শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় সম্ভব হয়েছিল আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন, একাডেমীর কো-অর্ডিনেটর শামীম আক্তার শামু,সিনিয়র শিক্ষিকা শাহানাজ বেগম,শামীম আক্তার, সানজিদা সেলিম, পল্লী বড়ুয়া,জুনিয়র শিক্ষিকা সুফিয়া আক্তার,তাহমিনা বেগম,মুন্নী আক্তার প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply