২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:১২/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ

ফটিকছড়ির জাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা

     

 

চট্টগ্রামের ফটিকছড়ির ফতেপুরস্থ জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।    আজ  সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস পল্লবী খাস্তগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামে সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালি জনগোষ্ঠী তার ইতিহাসে একটি অনন্য ও অভিনব বাস্তবতা তৈরি করে। মুক্তিযুদ্ধ তাই একাধারে এক দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক লড়াইয়ের সমাপ্তি এবং আরেকটি দীর্ঘ লড়াইয়ের সূচনা। বিকাশ কান্তি রায়ের পরিচালনায় আলোচনায় অংশ নেন, সহ প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, রেবা চৌধুরী, কাজী মো ইউসুফ আলী, নিপু বড়ুয়া, দিদারুল আলম, সেবিকা বড়ুয়া, রত্না চক্রবর্তী প্রমূখ। এর আগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply