১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৪৮/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

হেলিকপ্টার যোগে সামরিক সচিবের মরদেহ আসছে :লোহাগাড়ায় বাদ আছর জানাজা

     

হেলিকপ্টার যোগে নিজ গ্রাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে আসবেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন।তবে এবার জীবিত নয়,নিথর দেহে আসছেন তার। সুখে-দুঃখে আর কখনো এলাকাবাসীর পাশে দাঁড়াতে পারবেন না এ মহান মানুষ।

এ লক্ষ্যে তৈরি করা হয়েছে হেলিপ্যাড।  সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড তৈরির কাজ শেষ ।

 বুধবার তার মরদেহ দেশে আনা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।আজ ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে হেলিকপ্টার যোগে নিজ গ্রাম চুনতিতে নেওয়া হবে।

বাদ আসর ১৩ একর বিশিষ্ট লোহাগাড়া  চুনতি সীরত ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায় ।

 ১৯৬০ সালের পহেলা জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মুন্সেফ বাজারের পশ্চিম পাশে সিকদার পাড়ায় জন্মগ্রহণ করেন জয়নুল আবেদীন। পিতা মরহুম ইছহাক মিয়া ও মাতা মরহুমা মেহেরুন্নিছা।

প্রসংগত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply