২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:১৮ পূর্বাহ্ণ

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে নৌ প্রধান ভারত গেছেন

     

ঢাকা, ৭ ডিসেম্বর  ২০১৯

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী আজ শনিবার (০৭-১২-২০১৯) ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌ প্রধানকে বিদায় জানান।

সফরকালে নৌপ্রধান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, নৌবাহিনী প্রধান এডমিরাল করর সিং, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং  এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি দেশটির প্রতিরক্ষা সচিব অজয় কুমার , সাউদার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস এডমিরাল অনিল কুমার চাওলা, ইস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস এডমিরাল অতুল কুমার জৈন  এর সাথেও সৌজন্য সাক্ষাত করবেন। পাশাপাশি তিনি ভারতের ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, দেশটির নৌবাহিনী বিভিন্ন জাহাজ ও প্রশিক্ষণ ঘাঁটিসহ কোচিন শীপ ইয়ার্ড পরিদর্শন করবেন।

নৌ প্রধানের এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। উল্লেখ্য, ভারত সফর শেষে নৌ প্রধান আগামী ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যায়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply