২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৫৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:৫৩ পূর্বাহ্ণ

‘ডক্টর অব লস’ ডিগ্রি পাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

     

মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ‘ডক্টর অফ লস’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

আজ  শনিবার ৭ ডিসেম্বর ৫২ তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমাদের কিছু পরিকল্পনা আছে যার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টরেক্ট ডিগ্রি দেয়া হবে। আমাদের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধুকে ডক্টর অফ লস ডিগ্রি দেব, এটা মরণোত্তর। এটা মুজিববর্ষ পালন কর্মসূচিতে আছে। মুজিববর্ষেই এটি করব আমরা।

উল্লেখ্য, বর্তমান সরকার ২০২০ ও ২০২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply