২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:০৫ পূর্বাহ্ণ

ইবিতে ছাত্র মৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

     

ইবি প্রতিনিধি

‘মেহনতী জনতার সাথে একাত্ম হও, শিক্ষাঙ্গনে ঘুষ-দুর্নীতি-সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধসহ সকল কায়েমী স্বার্থকে পরাস্ত কর’ প্রতিপাদ্য নিয়ে ইসলামীবিশ্ববদ্যিালয়ে (ইবি) ছাত্র-মৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দুইদিনব্যাপী কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়শাখা ছাত্রমৈত্রী।

কর্মসূচীর মধ্যে শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ক্যাম্পাসে আনন্দ র্যালি, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটাও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারেমোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ ডিসেম্বর) সকাল১১ টার দিকে দলীয় টেন্ট থেকে আনন্দ র‌্যালি বেরহয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেএকই স্থানে এসে মিলিত শেষ হয়। পরে সেখানে ছাত্রমৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

কেক কাটার পর দলীয় টেন্টে এক সংক্ষিপ্ত সমাবেশঅনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, শামিমুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুসহ বিভিন্নপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়েরকেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। এসময় শহীদের স্মরণে একমিনিট নিরাবতা পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৮০ সালের ৬ ডিসেম্বর বহুধাবিভক্তপ্রগতিশীল ছাত্র আন্দোলনের চারটি সংগঠনেরঐতিহাসিক ঐক্যের মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েরবটতলায় প্রতিষ্ঠালাভ করে বাংলাদেশ ছাত্র মৈত্রী।এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়,কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তার লাভ করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply