১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:১০/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ

লামা রুপসীপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি শহিদুল বেপারী আর নেই  

     

লামা প্রতিনিধি, ৬ ডিসেম্বর

লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম বেপারী (৬৫) মারা গেছেন। আজ শুক্রবার বিকাল পৌনে তিনটার দিকে ব্রেইন স্টোকে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জম জম হাসপাতালে মারা যান তিনি (ইন্নাৃরাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও সাত কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শহিদুল ইসলাম বেপারী দীর্ঘদিন রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাৎর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, উপজেলা পরিষদ চেযারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুলসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা শোক তন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টায় রুপসীপাড়া বাজারস্থ নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করেন মো. শহিদুল ইসলাম বেপারী। স্বজনেরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দাযিত্বরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন । পরে সেখান থেকে চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শহিদুল ইসলাম বেপারীকে মৃত ঘোষণা করেন।শোক প্রকাশ করে রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াতুল ইসলাম বলেন, শনিবার (৭ ডিসেম্বর) সকালে রুপসীপাড়া হাইস্কুল মাঠে মরহুম মো. শহিদুল ইসলামের জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply