২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:১০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব বাকলিয়ার উদ্যোগে ৫ হাজার গার্মেন্টস কর্মীকে স্বাস্থ্য সেবা প্রদান 

     

 

আগ লায়ন্স ক্লাব অব বাকলিয়া, সেন্ট্রাল, বাতিঘর, এমিয়েবেল রোজ গার্ডেন, সলিডারিটি ও ক্লাসিক লায়ন্স এর যৌথ উদ্যোগে স্মার্ট গ্রুপের এ্যাপারেল প্রমোটার্স লিমিটেড এর প্রায় ৫ হাজার গার্মেন্টস কর্মীদের ৫ দিন ব্যাপী বিনা মূল্যে ব্লাড গ্রুপিং ও চোখের চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন- উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স জেলা- ৩১৫-বি-৪ এর মাননীয় জেলা গভর্ণর লায়ন কামরুল মালেক এম.জে.এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেবিনেট সেক্রেটারী লায়ন জি.কে. লালা এম.জে.এফ, কেবিনেট ট্রেজারার লায়ন এস.এম আশরাফুল আলম আরজু, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ হুমায়ুন কবির, লায়ন কাজী মনিরুল ইসলাম, জোন চেয়ারপার্সন লায়ন এ.কে.এম সালাউদ্দীন এম.জে.এফ, স্মার্ট গ্র“পের হেড অব অপারেশন উপালি ভিকরামাতিল্ক,  ফরহাদ চৌধুরী, লায়ন ইয়াছির মজুমদার, মোঃ সাকিব, লায়ন মনোয়ারা বেগম, লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, সেন্ট্রাল লায়ল ক্লাবের প্রেসিডেন্ট লায়ন শফিকুল ইসলাম, বাকলিয়া লায়ন্সের প্রেসিডেন্ট লায়ন মমতাজুল ইসলাম, এমিয়েবেল রোজ গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন শাহেলা আবেদীন, বাতিঘর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মুসা বাবলু, সলিডারেটির প্রেসিডেন্ট লায়ন গাউসুল হক চৌধুরী, লায়ন হুমায়ুন কবির হিমু, লায়ন কামরুল হাসান, লায়ন সায়মা সুলতানা, লায়ন গৌতম কান্তি চন্দ, লায়ন তাসনুমা আহমেদ, লায়ন সেলিম উদ্দীন শিকদার, লায়ন সপ্না আকতার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- গার্মেন্টস কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই শিল্প দেশ-বিদেশে অনেক সুনাম অর্জন করেছে। সুতারাং এই ত্যাগী কর্মীদের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের পুরো বাংলাদেশ হাসবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply