১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

লামায় ট্রাফিক নিয়ম কানুন বিষয়ক কর্মশালা

     

লামা প্রতিনিধি : ৩ ডিসেম্বর
বান্দরবানের লামা উপজেলায় যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম কানুন বিষয়ের ওপর দুই দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে কর্মশালাটি বাস্তবায়ন করছে নির্বাহী অফিসারের কার্যালয়। স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালা হচ্ছে।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান অতিথি ছিলেন। কর্মশালায় থানা পুলিশের সার্জেন্ট মো. ফয়সাল ট্রাফিক নিয়ম কানুনের ওপর বিস্তারিত ধারণা দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশের সঞ্চালনায় কর্মশালায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মোটর সাইকেল, টমটম, অটোরিক্সা, মাহেদ্রা, জীপ, বাস, ট্রাক্টর, পিকআপ, সিনজি, ট্রাক চালক ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। চালকগন কর্মশালায় অর্জিত অভিজ্ঞতা তাদের দৈনন্দিক পেশায় কাজে লাগাবে, এমন টি প্রত্যাশা করেন অনুষ্ঠানের অতিথিরা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply