২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

বিজয় ৭১’র উদ্যোগে বিজয় গোল্ডকাপ অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট’১৯ এর উদ্বোধন

     

 

মহান বিজয় দিবসের প্রথম দিনে মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন ‘বিজয়’৭১ এর উদ্যোগে বিজয় গোল্ডকাপ অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। চট্টগ্রামের প্যারেড মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যৌথভাবে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ ও মহিউদ্দিন রাশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইউএসটিসি’র সাবেক উপাচার্য ড. প্রভাত চন্দ্র বড়ুয়া, কাস্টমস সহকারী কমিশনার নজরুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী খেলায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকের তরুণ প্রজন্ম শিক্ষা সংস্কৃতির পাশাপাশি খেলাধূলাকে প্রাধান্য দিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মধারাকে বেগবান করার লক্ষ্যে তারুণ্যের উদ্দীপনায় এগিয়ে যেতে হবে। উদ্বোধনী খেলায় মায়ের দোয়া ও শেরশাহ্ বয়েজ ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে ৪/৩ গোলে শেরশাহ্ বয়েজ ক্লাব জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইমরান। এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, মো: ইউসুফ, রাখাল চন্দ্র ঘোষ, নুরুল আমিন, ইলিয়াছ খোকা, রফিকুল আলম, মো: জহুরুল ইসলাম, প্রদ্যোৎ কুমার পাল, আবু তাহের, শামছুদ্দৌহা আলী, নির্মল চন্দ্র নাথ, শ্যামল মিত্র, জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, ভানুরঞ্জন চক্রবর্তী, ড. মো: সানাউল্লাহ, জামাল হোসেন মঞ্জু, অমর কান্তি দত্ত, ডা: প্রণব মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সভাপতি সজল চৌধুরী। টুর্ণামেন্ট পরিচালনা করেন প্রধান সমন্বয়কারী লায়ন ডা: আর.কে রুবেল, মহাসচিব লায়ন ওসমান সরওয়ার, সমন্বয়কারী লায়ন আবু ছালেহ্, সদস্য মৃণাল কান্তি দাশ, এস.এম জাবেদ হোসেন, এস.বি জীবন, এস.কে পাল সুজন, অপূর্ব ধর, মোশারফ হোসেন, ধারাভাষ্যকার চানহরি মন্ডল প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply