২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৩:২৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:২৭ পূর্বাহ্ণ

লামা তথ্য অফিস আয়োজিত আলীকদমে আলোচনা সভা

     

 

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে চন্দ্র মোহান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য অফিস লামা,তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে ৩০ নভেম্বর আজ শনিবার সকাল ১১ঘটিকায়  মোহাম্মদ নাছির উদ্দীন, চেয়ারম্যান ১নং আলীকদম ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার   মোঃ সায়েদ ইকবাল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু দুংড়ি মং মার্মা, লামা তথ্য অফিসার মোঃ রুহুল আমীন চৌধুরী,চন্দ্র মোহান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ ইন্দু চৌধুরী প্রমুখ।এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ লোকজন আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা বক্তব্যে সরকারের আধুনিক প্রযুক্তি নির্ভর ও উন্নত বাংলাদেশ বিনির্মানে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।সরকারের বিভিন্ন উন্ন্য়নে সরকারের সাথে থাকার আহবান ও বর্তমান সরকারের প্রচেষ্ঠায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনের মাধ্যমে মহাকাশে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। এছাড়াও রাস্তাঘাট ব্রিজ- কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করা সম্ভব বলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply