২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশে আইনের শাসন না থাকায় বেগম জিয়া মুক্তি পাচ্ছেন না : রুমিন ফারহানা

     

মুহাম্মদ হারুনুর রশীদ, আরব আমিরাত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেন, ‘আরব আমিরাতে আইনের শাসন আছে, সুশাসন আছে, ন্যায় বিচারও আছে। কিন্তু বাংলাদেশে কোন আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই, স্বাধীনভাবে কাজ করার মত আদালত নেই, যে আদালত সাহস করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে। বাংলাদেশে যদি আইনের শাসন থাকত, তাহলে তাঁর বিরুদ্ধে কোন মামলাই হত না। জামিন তো আলোচনার বিষয়ও নয়।’ শারজাহ বিএনপির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

  তিনি আরো বলেন, ‘দেশনেত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি নিজের হাতে নিজে খেতে পারেন না, নিজের হাতে নিজের পোশাক পরতে পারেন না, নিজের চুলটা নিজে বাঁধতে পারেন না। কিন্তু দেশের প্রতি সীমাহীন মমত্ববোধের কারণে তাঁকে অন্যায়ভাবে বন্দী রাখা হয়েছে। অথচ পুরো বাংলাদেশ দেশনেত্রী এবং বিএনপির সঙ্গে আছে। তারপরও আমরা তাঁকে মুক্ত করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এ ব্যর্থতা পুরো বাংলাদেশের। তবে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন খুব শিগগিরই আমাদের জন্য সাফল্য নিয়ে আসবে ইন শা-আল্লাহ।’

রুমিন ফারহানা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের দুর্দিন যাচ্ছে, বড় খারাপ সময় যাচ্ছে। আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। একজন দুইজন দল থেকে চলে যেতে পারে। তাতে কিছু যায় আসে না । সারা পৃথিবী জুড়ে আমাদের কোটি কোটি বাংলাদেশী ভাইবোন আছে। সুতরাং আমাদের হিম্মত হারানোর কিছু নেই।আমাদের ভয় পাওয়ার কিছু নেই।ইন শা-আল্লাহ দেশনেত্রীকে মুক্ত করার যুদ্ধে আমরা জয়ী হবই, হব। ইন – শা আল্লাহ দেশনেত্রীকে আবার প্রধানমন্ত্রীর আসনে দেখব।

‘ গত ২২ নভেম্বর ( শুক্রবার ) স্থানীয় সময় রাত ৮ টায় আরব আরব আমিরাতের শারজাহ আবু শাগারা এলাকার মাম রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি), আরব আমিরাতের শারজাহ শাখার অভিষেক অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক। সংগঠনের সাধারন সম্পাদক মুহাম্মদ আজিজুল ইসলাম কিরনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন :বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ জাকির হোসাইন, বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : বিএনপি, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক আকাশ আজ মেঘাচ্ছন্ন। আওয়ামী লীগের দুর্নীতি, যুবলীগের ক্যাসিনো ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ।এই অবস্থার পরিবর্তনে সাধারণ মানুষ অবৈধ সরকারের পতন দেখতে চায়। ফ্যাসিবাদী এই সরকারের পতন হলে দেশে সুস্থ গণতন্ত্র ফিরে আসবে। ‘

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply