২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:৪৯/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ

লামায় হাতি-মানুষে লড়াইয়ে নিহত এক বৃদ্ধ

     

লামা (বান্দরবান) প্রতিনিধি 

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমনে মো. নুরুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বাম হাতির ছড়ায় এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম বড়ছনখোলা এলাকার বাসিন্দা মৃত পেঠান মিয়ার ছেলে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বৃদ্ধ নুরুল ইসলাম বাড়ির পাশের বামহাতির ছড়ায় লাকড়ী সংগ্রহ করতে যান। সেখানে বন্য হাতির কবলে পড়লে পদপিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম। বিকালে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করেন স্বজনেরা।

এ বিষয়ে নিহত নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে হাতি বিচরণের চিহ্ন রয়েছে। তাছাড়া লাশের শরীরের বিভিন্ন স্থানে হাতি দ্বারা আঘাতের চিহ্নও দেখা গেছে।

বন্য হাতির আক্রমনে বৃদ্ধ নুরুল ইসলাম নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর চৌধুরী বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতের পরিবারকে পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply