২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৫৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ

কে তুমি-মো: খালিদ হাসান

     

   

কে তুমি, কী তোমার পরিচয়?

তুমি কি সেই; যাকে আমি…

মনের মন্দির থেকে বছরের পর বছর চিনি;

নাকি তুমি সেই চির পরিচিত বেগম রোকেয়া,

নাকি মনের বেদনায় রিক্ত সুফিয়া কামাল!!

কে তুমি, একবার বলেই তো যাও?

হে কুয়াশায় ঢাকা স্বপ্নময়ী রমনী..

তোমার ঐ আয়তলোচনা সর্বস্বময়ী কোমল হৃদয়;

কবির মন যে ছুয়ে যায়।।

হে রমনী কে তুমি অপলোক দৃষ্টিতে চেয়ে রও?

কুয়াশায় ভেজা মনটা যে তোমারই পানে ছুটছে…

তুমি কেনো এতো দুরে রও-ধরা তো দিয়ে যাও।।

এই রূপসী বাংলার প্রকৃতির মাঝে

কে তুমি দাড়িয়ে রও; অপরূপ সাজে!

শত বাঙালির হৃদয় কেড়েছো তুমি;

তোমারই অপরূপ সৌন্দর্য্যের মাঝে৷

কে তুমি, কি তোমার পরিচয়?

তুমি কী সেই; যাকে আমি;

এই বাংলার সবুজ অরণ্যে অপরূপ দৃশ্যের মাঝে খুঁজে পাই।।

হে ছায়ার মতো নিস্তব্ধতা বলনা হে—-কে তুমি?

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply