২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:২৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ণ

ব্যানার নয় সকলের উপকার হলেই হলো

     

  শর্মিলা দাশ আনোয়ারা থেকে

তিনি বললেন ব্যানার নয় সকলের উপকার হলেই হলো। তিনি হলেন আতাউর রহমান খান কায়সারের মেয়ে ওয়াশিকা আয়েশা খান এমপি। গতকাল আনোয়ারা উপকূলীয় এলাকার মানুষেরা  আশ্রিত আত্মীয় স্বজনের বাড়ী ও সাইক্লোন সেন্টার থেকে নিজ ঘরে ফেরার জন্য বিনামূল্যে তিনি পরিবহনের ব্যবস্হা করেন। ওই সময় বাড়তি ভাড়া ও পরিবহনের অভাবে ঘূর্ণিদূর্গত মানুষগুলো হয়রানী ও যাতায়াতের অসুবিধায় ছিলেন। এই অবস্হায় তিনি তাদের সুবিধার্থে তাৎক্ষণিক একটি মিনি চেয়ারকোচ ঠিক করে দেন। জানা গেছে, ওই চেয়ার কোচটি রায়পুর টু কালীবাড়ী হয়ে কবিরার দোকান, বন্দর সাইক্লোন সেন্টার, রুস্তম হাট হয়ে ওয়াহেদ আলী চৌধুরীর হাট পর্যন্ত উপকূলীয় অঞ্চলের মানুষদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেয়। বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপকূলীয় অঞ্চলের মানুষেরা এই সুবিধা পান।ওই চেয়ার কোচটি ছিল নোয়াখালী চ ১১০০২২ ।

এই সময় গাড়ীর সামনে ওয়াশিকা আয়েশা খানের সৌজন্য তার সমর্থিতরা ব্যানার লাগাতে চাইলে তখন তিনি বললেন ব্যানারের দরকার নেই ।বরং উপকূলীয় এলাকার মানুষের উপকার হলেই হলো।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply