২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১০:৪০/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ

আনোয়ারার বোয়ালিয়া নতুন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে শারজাহে পরামর্শ সভা

     

মুহাম্মদ হারুনুর রশীদ, আরব আমিরাত থেকে

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলাধীন বোয়ালিয়া হোসাইনিয়া নতুন মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি এবং মাদ্রাসার ৭১ তম বার্ষিক সভা সফল করার লক্ষ্যে আরব আমিরাতে বসবাসকারী মাদ্রাসাটির সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।   শারজাহ’র মিনতাকা আল মানসুরায় হাফেজ আনোয়ারুল হক বাবুর বাসভবনে ১৫ নভেম্বর, শুক্রবার পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয় । রাত ৮ টায় শুরু হয়ে রাত ১১ টা ৩০ মিনিটে সভা সমাপ্ত হয়।

মাওলানা আবদুল লতিফ (শাহ শাহ) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ জসীম, ক্বারী মুহাম্মদ শোয়াইব, হাফেজ মুহাম্মাদ শফিউল আলম , মাওলানা মুহাম্মাদ ইউসুফ, হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন, মাওলানা মুহাম্মাদ ইউনুস, মাওলানা আবদুল আজীজ, হাফেজ আয়াজ সহ শতাধিক প্রবাসী। মাওলানা আবসার ( হযরত জ্বী)-এর সঞ্চালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ নুরুল আলম, মাওলানা জাফর, ক্বারী আহমদ কবীর, নতুন মাদ্রাসার সাবেক শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদ, শারজাহ’র বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ কামাল, মাওলানা মুহাম্মাদ দিদার, মাওলানা মুহাম্মদ সাঈদ,মাওলানা আব্দুচ ছমদ , আব্দুল জলিল,মাওলানা নাঈম,মাওলানা মুখতার,মাওলানা ইকবাল প্রমুখ। মুফতি নুরুল আলম তাঁর সুচনা বক্তব্যে আল্লাহ’র রাস্তায় খরচ করার ফজিলত তুলে ধরে বলেন, বোয়ালিয়া নতুন মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান। হাজার হাজার আলেম এবং আলোকিত মানুষ তৈরী হয়েছে এ মাদ্রাসা থেকে। তাই দেশ ও মিল্লাতের স্বার্থে নতুন মাদ্রাসার প্রতিটি কার্যক্রমের সাথে প্রবাসীদের সম্পৃক্ত থাকতে হবে। পরামর্শ সভার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল লতিফের সমাপনী বক্তব্যের পর দেশ ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply