২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ

সু চির বিরুদ্ধে আর্জেন্টিনার আদালতে মামলা

     

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতনের দায়ে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্জেন্টিনার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রোহিঙ্গা ও লাতিন আমেরিকান কয়েকটি মানবাধিকার সংস্থা এই মামলা দায়ের করে। খবর দ্য গার্ডিয়ান’র

রোহিঙ্গাদের উপর নির্যাতনের দায়ে এর আগে দেশটির বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিষেধাজ্ঞার কবলে পড়লেও সু চির বিরুদ্ধে এটাই প্রথম পদক্ষেপ। মামলায় সু চি ছাড়াও মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইয়াং সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতিতে মামলাটি করা হয়েছে। এটি এমন একটি আইনি ধারণা যার মাধ্যমে যেকোনো স্থানে ঘটা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে মামলা এবং বিচার করা যায়।

আইনজীবী টমাস ওজিয়া বার্তা সংস্থা এএপপিকে বলেন, এই মামলায় গণহত্যার সঙ্গে জড়িত অপরাধী, তাদের সহযোগীদের উপর নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে। অন্য কোথাও মামলার সুযোগ না থাকায় আর্জেন্টিনার আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ক্ষুদ্র ঋণে দারিদ্র লালন-পালন করা হয়: প্রধানমন্ত্রী

বার্মিজ রোহিঙ্গা সংস্থা ইউকে এর প্রেসিডেন্ট তুন খিন বলেন, ‘কয়েক দশক ধরে মিয়ানমার কর্তৃপক্ষ আমাদেরকে আবদ্ধ রেখে, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে এবং হত্যা করার মাধ্যমে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। ’ সবটুকু খবর ক্লীক করুন

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply