২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:৪৮/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ

যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

     

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইটালিয়ান রেড ক্রস এর সহযোগীতায় “স্বেচ্ছাসেবক উন্নয়ন প্রজেক্ট” এর আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপি মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী আজ ১০ নভেম্বর যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষন এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রামের সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম.সালাউদ্দিন, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মিমি আক্তার। প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মানুষের অন্য একটি গুণাবলী তৈরি হবে। প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের মাধ্যমে মানবসেবায় স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার মনোভাব সৃষ্টি হয়। স্বেচ্ছাসেবক উন্নয়ন প্রজেক্ট এর আওতায় পর্যায়ক্রমে আরো ৩টি প্রশিক্ষণ হবে বলে ঘোষণা করেন। ৩ ব্যাপী প্রশিক্ষণের উল্লেখ্যযোগ্য সেশন গুলো : রেড ক্রস রেড ক্রিসেন্ট ইতিহাস ও জ্বীন হেনরি ডুনান্ট, রেড ক্রিসেন্ট মূলনীতি ও প্রতীক, যুব কার্যক্রম, রেড ক্রস রেড ক্রিসেন্ট কার্যক্রম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট, প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণা, সিপিআর, রক্তপাত ও রক্তপাত ও ক্ষতের পরিচর্যা, হাড় ভাঙ্গার প্রতিকার, পোড়া, বিষক্রিয়া। উক্ত প্রশিক্ষণে ১ম স্থান অধিকার করে ফাহামিদা হাসনাত আফরিন (মুক্তদল সদস্য), ২য় স্থান অধিকার করে শারমিন আক্তার (মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ), ৩য় স্থান অধিকার করে সিফাত মাহমুদ সাদিয়া (সরকারি সিটি কলেজ)।

শেয়ার করুনঃ

Leave a Reply