২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:৩৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ

যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

     

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইটালিয়ান রেড ক্রস এর সহযোগীতায় স্বেচ্ছাসেবক উন্নয়ন প্রজেক্ট এর আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপি মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ আজ ৮ নভেম্বর যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয়ে শুরু হয়। উক্ত প্রশিক্ষন এর উদ্ধোধন করেন সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার। ১ম দিনের সমাপনী অধিবেশন পর্যবেক্ষন করেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম। প্রশিক্ষণ পরিদর্শন করেন চট্টগ্রামের সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, আনোয়ার আজম, সৈয়দ আদনান হোসাইন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, রক্ত বিভাগীয় প্রধান জনি চৌধুরী। মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের নিয়মিত প্রশিক্ষক মোঃ মঈনুল ইসলাম, মিমি আক্তার, আমিনুল হক তারেক, আবু নাঈম তামজীদ, মিজানুর রশিদ রাকিব। প্রথম দিনে উল্লেখ্যযোগ্য সেশন ছিল : রেড ক্রস রেড ক্রিসেন্ট ইতিহাস ও জ্বীন হেনরি ডুনান্ট, রেড ক্রিসেন্ট মূলনীতি ও প্রতীক, যুব কার্যক্রম, রেড ক্রস রেড ক্রিসেন্ট কার্যক্রম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট, প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণা, সিপিআর। প্রশিক্ষণটি ১০ নভেম্বর ১৯ পর্যন্ত চলবে।

শেয়ার করুনঃ

Leave a Reply