২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধা খোকার মরদেহ এখন ঢাকায়

     

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল ৮ টা ২৬ মিনিটে খোকাকে বহনকরা বিমানটি ঢাকার হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিন্দরে প্রবেশ করে।

লাশ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিষয়টি পরিবর্তন ডটকমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শায়রুল করিব খান।

তিনি জানান, বাংলাদেশ সময় বুধবার সকাল ১০ টা ২০ ত্র্যামিরাত এয়ার লাইন্সের ফ্লাইটে মরদেহ নিয়ে তারা রওনা হন।

বৃহস্পতিবার সকাল ৮ টা ২৬ মিনিটে ঢাকার বিমান বন্দরে লাশবাহী বিমান অবতরন করে।

শায়রুল করিব খান বলেন, সাদেক হোসেন খোকার মরদেহ বহনকারী বিমানে পরিবারের সদস্যগণ ছাড়াও ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।

সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় ৪ নভেম্বর সোমবার দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেন।

ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

তিনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply