১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

নওগাঁয় জেডিসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শ্রীঘরে কলেজ ছাত্র

     

 

আলহাজ্ব বুলবুল চৌধুরী

নওগাঁর সাপাহারে জেডিসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছে মনিরুল ইসলাম নামে এক কলেজ ছাত্র। আজ শনিবার সকালে সাপাহার সরফতুল্লা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের কারাদণ্ড প্রদান করে।

আটক মনিরুল ইসলাম উপজেলার শুটকি ডাঙ্গা পাতাড়ী গ্রামের দুরুল হোদার ছেলে। সে সাপাহার ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান, মনিরুল ইসলাম এইচএসসির ছাত্র। তবে গোপন সংবাদের ভিত্তিতে মনিরুলের স্থানে মানিরুল নাম বসিয়ে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এমন সংবাদের ভিত্তিতে ওই পরীক্ষার হল পরিদর্শনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় মনিরুল ইসলাম তার নিজের ভুল শিকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সোহরাব হোসেন।সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর ওই শিক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply