১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:২০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

বায়েজিদ রৌফাবাদে মিলাদুন্নবী (দ.) মাহফিল সম্পন্ন

     

ইসলামী ইতিহাসের প্রত্যেক যুগেই ওলামা মাশায়েখগণ এই শুভ লগ্নে উত্তম কাজে অধিক হারে অংশগ্রহণ করে আসছেন। কিন্তু বর্তমান যুগে এসে উম্মতের তথাকথিত একটি অংশ বহু মাসআলার মধ্যে বিভ্রান্তির শিকার হয়ে হুজুর আকরাম (দ.) এর কামালাতের বিষয়ে ঝগড়া করেই চলেছে। কখনো তাঁর নূরানী সত্ত¡া নিয়ে, কখনো ইলমে গায়েবের বিষয়ে, কখনো হায়াতুন্নবী হওয়ার উপর, আবার কখনো মিলাদুন্নবী (দ.) উদ্যাপন বিষয়ের উপর বিতর্কের সৃষ্টি করে যাচ্ছে। অথচ তাঁর আগমনের কারণে হয়েছে সমস্ত সৃষ্টি ধন্য, মানব জাতি হয়েছে সৃষ্টির সেরা জাতি, আমরা হতে পেরেছি শ্রেষ্ঠতম উম্মত। গত ৩০ অক্টোবর বুধবার নগরীর বায়েজিদ রৌফাবাদে বিশ্ব নবী (দ.) এর আগমন উপলক্ষে আজিমুশান মিলাদুন্নবী (দ.) মাহফিল ফটিকছড়ি ফরিদ ভান্ডার দরবার শরীফের মোন্তাজেম গোলাম ফারুকী চৌধুরী সভাপতির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী, এম.এইচ চৌধুরী ফিরোজ, হাজী আব্দুর রহিম, মুহাম্মদ লাল মিয়া, আবু বক্কর চৌধুরী, নিজাম উদ্দিন দৌলত, সাজ্জাদুর রহমান চৌধুরী, মুহাম্মদ আজম চৌধুরী, মুহাম্মদ সরওয়ার, সালাহ উদ্দিন, মুহাম্মদ ছুটু প্রমুখ। মাহফিলে আগামী ২ জানুয়ারী বৃহস্পতিবার ফটিকছড়ি ফরিদ ভান্ডার দরবার শরীফে বিশ্বের সকল অলি গণের ওরশ শরীফে উপস্থিত হওয়ার জন্য সকলের নিকট অনুরোধ জানানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply