২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

জনগনের সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখতে পারে- জহুরুল আলম জসিম

     

 

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর  হাজী মো: জহুরুল আলম জসিম বলেন, ডেঙ্গু হতে জনসাধারণকে রক্ষা পেতে হলে জনসাধারণকে আগে সচেতন হতে হবে। বাড়ীর আশে পাশে, ফ্রিজ ও এসির জমানো পানি ফুলের বাগানের টব ও গাড়ীর গ্যারেজসহ নানা নর্দমা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার প্রজনন স্থানসমূহ পরিস্কার রাখতে হবে। কৈবল্যধাম আবাসিক এলাকার ১৬টি ব্লকের হাতে গণা কয়েকটি বাড়ী ছাড়া প্রত্যেকটি বাড়ীর দেওয়াল আরেকটি বাড়ীর দেওয়ালের পাশে নির্মাণ করা হয়েছে যেখানে পরিচ্ছন্নতা কর্মীরা প্রবেশ করতে পারে না। ঐ সকল দেওয়ালের ফাঁকেও ডেঙ্গু মশার প্রজনন স্থান রয়েছে। তাই প্রত্যেক বাড়ীর মালিককে স্ব স্ব উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে পারলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। সিটি কর্পোরেশন কর্তৃক ডোর টু ডোর দৈনন্দিন ময়লা বজ্য অপসারণের জন্য পুরো নগরবাসীর কাছে বীন বিতরণ করে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্টস্থানে ময়লা আবর্জনা ফেলানোর জন্য নগরবাসীকে যে সচেতন করেছে, তা যুগান্তকারী পদক্ষেপ। এবং এটা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তবুও কিছু কিছু মানুষ নিজের বাড়ীর সামনে যখন তখন ময়লা আবর্জনা ফেলে পরিবেশে মারাত্মক ক্ষতি করছে যা দুঃখজনক। কর্পোরেশন চালু হওয়ার পঞ্চাশ বছরে উন্নয়ন অবহেলিত ৯নং ওয়ার্ডে বর্তমান সময়ের সাড়ে চার বছরের মধ্যে ১২০ কোটি টাকার উন্নয়ন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ছয় মাসে আরও চল্লিশ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আর এ সকল উন্নয়ন কাজ করতে গিয়ে অনেক বাঁধা ও প্রতিবন্ধকতাও দূর করতে হয়েছে। এমনকি উন্নয়ন কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে মিথ্যা মামলার আসামীও হতে হয়েছে। তবুও উন্নয়ন ধারা অব্যাহত রেখেছি এবং উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। যারা সমাজ উন্নয়ন বিরোধী থাকবে তাদেরকে জনগণই তাদেরকে প্রতিহত করবে।

আজ  সকাল ১১ টায় ওয়ার্ডের কৈবল্যধাম হাউজিং এষ্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে ল্যাব এশিয়ার সার্বিক সহযোগিতার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যাব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. এ ইসলাম। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম ফৌজদারহাটস্থ বি.আই.টি.আই.ডি’র ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৈবল্যধাম হাউজিং এষ্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ যাচনা বেগম। প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, সি ব্লক সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সুমন, ডি ব্লকের সভাপতি মোঃ হানিফ, কে ব্লকের সভাপতি মোঃ মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ জসিম উদ্দিন, মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী তালুকদার, দেলোয়ার হোসেন, আবসার ভূইয়া, গিয়াস উদ্দিন তুহিন, আওয়ামী যুবলীগ নেতা বেলাল উদ্দিন জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু নোমান নাহিদ, নারী নেত্রী মোঃ সেলিমা আকতার, সমাজ সেবক মোঃ হুমায়ুন কবির, ডা. জালাল, ডা. ফারুক আহমেদ শরীফ, আব্দুল আওয়াল, কাজী সেলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয় ছাত্র/ছাত্রী ও অভিভাকদের মাঝে ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রচার পত্র বিলি করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply