১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:০৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ

মনিরুজ্জামান ইসলামাবাদী স্বপ্ন বাস্তবায়ণে এদেশে জাতীয় আরবী বিশ্ববিদ্যারয় প্রতিষ্ঠা করতে হবে  – এম.এ হাশেম রাজু

     

 

ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, প্রখ্যাত রাজনীতিবিদ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ২৪ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ৮টায় কদম মোবারকস্থ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। বিকেল ৩ ঘটিকার সময় গণ-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের চকবাজারস্থ কার্যালয়ে আলোচনা সভা গণ-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ্ব আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে গণ-অধিকার ফোরামের কেন্দ্রীয় মহাসচিব রাজনীতিবিদ আলহাজ্ব এম.এ হাশেম রাজু বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর জীবনে বড় স্বপ্ন ছিল এদেশে জাতীয় আরবী বিশ্ববিদ্যারয় প্রতিষ্ঠা করা। সেজন্য দেয়াং পাহাড়ে এগারশত কানি জায়গা লীজ ও দান মূলে খতিয়ানভুক্ত করেন। তাঁর মৃত্যুর কারণে ঐ এলাকায় আজও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি। ইসলামাবাদী আমাদের মাতৃভাষা বাংলা রক্ষার জন্য সর্ব প্রথম সাহসের সহিত কলম ধরেন। ইসলামাবাদী রাজনীতিবিদ হিসেবে মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর গুরু ছিলেন। তিনি আরো বলেন, এই মানুষটি বৃটিশ বিরোধী আন্দোলনের জন্য বহুবার কারা নির্যাতিত হয়েছেন। তিনি আরো বলেন, আজ চট্টগ্রামে এই মহান নেতার জন্মভুমি হওয়ায়, এই দেশের প্রতিটি সরকার তাঁর প্রতি অবিচার ও অবহেলা করেছে যা মেনে নেওয়া যায় না। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। আমরা দাবী জানায় মরহুমের স্বপ্ন আরবী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করলে তাঁর আত্মা শান্তি পাবে। বক্তারা আরো বলেন, কালুরঘাট বহুমুখী সেতুটি মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে নামকরণ করা হোক। ১৯৩০ সালে তিনি কৃষক প্রজা পার্টির চট্টগ্রাম দক্ষিণ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন। এই সময় দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে পার্লামেন্টে ভূমিকা রেখেছেন। তিনি চট্টগ্রাম থেকে বার্মা আকিয়াব শহর পর্যন্ত রেল লাইনের জন্য কাজ করেছেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন গণ-অধিকার ফোরামের ভাইস-চেয়ারম্যান নুরুল হাকিম লোকমান, বিশিষ্ট ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, নাগরিক ঐক্যের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক আবদুল মাবুদ, ফোরামের যুগ্ম মহাসচিব জাফর আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব নওশা মিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুর মোহাম্মদ, ইসলামী গবেষক মোঃ আলমগীর বদি প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply