১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৪১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

নওগাঁয় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

     

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মেহেদী হাসান (৩২) নামে এক শীর্ষক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যুবক নিহত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক জানিয়েছেন মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে (বুধবার) পত্নীতলা উপজেলার শিহারা ইউনিয়নের লোদিপুর খাড়ির ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি মেহেদী হাসান একজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সম্পর্কিত কমপক্ষে ১৭টি মামলা রয়েছে। নিহত মেহেদী হাসান নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের গফুর ওরফে ভোলার ছেলে। নওগাঁর পুলিশ সুপার মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল লোদিপুর খাড়ির ব্রীজ এলাকায় যায়। এসময় চোরাকারবারিদের পুলিশকে লক্ষ্যকরে গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ। মাদক ও চোরাকারবারীদের সাথে পুলিশের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী হাসান। অন্যরা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। বন্ধুক যুদ্ধের সময় তিন ডিবি পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বন্ধুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৫০০ পিস ইয়াবা, ১০০ বোতল ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি ককটেল ও ২টি চাকু উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পত্নী তলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন,ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply