২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

সুভাষ নাথ’র স্মরণসভা সম্পন্ন

     

 

আনোয়ারায় সড়ক দূর্ঘটনায় নিহত পটিয়াস্থ ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন সাবেক আওয়ামী লীগ সভাপতি, বাংলাদেশ নাথ সমিতির (বানাস) কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও চট্টগ্রাম হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুভাষ নাথ এর স্মরণে পাঁচরিয়াস্থ নাথপাড়া (প্রয়াত ডা. দিনবন্ধু নাথ’র বাড়ী) প্রয়াতের নিজ গ্রামে গত ১৮ অক্টোবর শুক্রবার বাংলাদেশ নাথ সমিতি (বানাস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাথ সমিতি (বানাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়কর আইনজীবী রেবতী মোহন নাথ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক রাস মোহন নাথ, অধ্যাপক মিল্টন কুমার নাথ, ননী ­ে­গাপাল চৌধুরী (চঞ্চল), সাংবাদিক বিপ্লব কান্তি নাথ, নির্বাহী সদস্য আয়কর আইনজীবী ক্লার্ক সদস্য পিংকু কুমার নাথ, চট্টগ্রাম হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি বিকাশ কান্তি সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী, পটিয়া উপজেলা যুবলীগ সভাপতি আজগর আলী বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নুরুল আলম, ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৃদুল নন্দী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোজ দাশগুপ্ত ও সাংগঠনিক সম্পাদক অরূপ চৌধুরী, প্রয়াতের ভাই অরূপ নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ নাথ সমিতি (বানাস) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রনজিত নাথ।

প্রধান অতিথির বক্তব্যে আয়কর আইনজীবী রেবতী মোহন নাথ বলেন, নিহত পরিবারের যে কোন সমস্যা ও তাঁর এক কন্যা সন্তানকে লেখাপড়া সহ সকল সমস্যায় বাংলাদেশ নাথ সমিতির (বানাস) কেন্দ্রী কমিটি পাশে থাকবে।

বক্তারা বলেন, প্রয়াত সুভাষ নাথ রাজনীতিক, সামজহিতৈষী ও দক্ষ সাংগঠনিক ব্যক্তি ছিলেন। তার অকাল প্রয়াণে পটিয়াস্থ ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়নবাসী এক তরুণ উজ্জ্বল নক্ষত্রকে হারালো।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply