২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১:০৫ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার আবদুল খালেক’র স্মরণ সভা ১৯ অক্টোবর শনিবার

     

দেশের সংবাদপত্র শিল্পের অন্যতম অগ্রদূত দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার’র ৫৭তম মৃত্যুবার্ষিকী স্মরণসভা “মহাকালের মহাপুরুষ” শিরোনামে আগামী ১৯ অক্টোবর শনিবার বিকাল ৪টা চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ ঢাবি’র প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান বক্তা থাকবেন চবি’র প্রাক্তন উপাচার্য ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটি উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী, চবি’র কলা ও মানববিদ্যা অনুষদের ডীন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু একাডেমির চট্টগ্রামের আহবায়ক আলি আহমেদ শাহিন। সঞ্চালক থাকবেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ দিদার আশরাফী। ইঞ্জিনিয়ার আবদুল খালেক স্মরণ সভার উৎযাপন কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, লায়ন একে জাহেদ চৌধুরী, অধ্যক্ষ শেখ এ. রাজ্জাক রাজু, সদস্য সচিব মঈনুদ্দিন কাদের লাভলু, প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ নজরুল ইসলাম খান ও সমন্বয়কারী হারুন রশিদ স্মরণ সভায় আগ্রহীদের উপস্থিত থেকে সর্বাত্মক সাফল্য মন্ডিত করার আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply