২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:২১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ

আনোয়ারার সেই প্রধান শিক্ষক রফিক, একই সার্টিফিকেট দিয়ে দুই চাকুরী অতঃপর দুদকের হাতে আটক

     

 একই সার্টিফিকেট দিয়ে দুইজন সরকারী  চাকুরী করে হাতিয়ে নিয়েছে অর্থ।তার খেসারত দিতে আজ রোববার ১৩ অক্টোবর দুপুর ১২টায়   আগ্রাবাদ থেকে দুদকের হাতে আটক হলেন সেই সচিব আবার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।সে আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামের হাজির পাড়ার মৃত আবদুল সাত্তারের ছেলে।তার এক ভাই ঔষধ ব্যবসার আড়ালে ইয়াবা পাচার ও বিক্রি করত বলে খবর পাওয়া গেছে।
 রফিকুল ইসলাম এই ব্যক্তি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবার ইউনিয়ন পরিষদের সচিবও। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না।এখানে রফিকুল ইসলাম প্রধান শিক্ষক হলেও তা বোনের জামাই একই সার্টিফিকেট দিয়ে নিয়েছিলেন ইউনিয়ন পরিষদ সচিবের চাকুরী।ফলে আপাতত দৃষ্ঠিতে দুই চাকুরী এক ব্যাক্তির মনে হলেও আসল ঘটনা হলো একই সার্টিফিকেট দিয়ে দুইজন সরকারী চাকুরী করেছেন।অবৈধভাবে বেতনভাতা বাবদ সে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। যেটি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেন। দুদক ২-’র উপ সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

রফিকুল ইসলামের বোন জামাই রফিক নামে  চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি, মিরসরাই উপজেলার হিঙ্গুলী ও আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউপিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে অবৈধভাবে কর্মরত ছিলেন।জানা গেছে, রফিকুল ইসলামের বোন জামাই ইতিপূর্বে মারা গেছে।

প্রসঙ্গত, রফিকুল ইসলাম ২০০০ সালের ২৯ অক্টোবর লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সচিব হিসেবে যোগদান করেন। যোগদানের দশ মাস পর ২০০১ সালের ২৯ আগস্ট তিনি সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন আনোয়ারা উপজেলার সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলে দুই বছর চাকরি করার পর তিনি ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি নেন। কিন্তু এর একমাস আগে তথা একই বছরের ২৩ জানুয়ারিতে আনোয়ারা উপজেলার দক্ষিণ জুইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে একই উপজেলার উত্তর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে বর্তমানেও সেখানে তিনি কর্মরত রয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply