২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৪৯/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

আতাউর রহমান খাঁন কায়সার জনমানুষের নেতা ছিলেন

     

 

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক রাষ্ট্রদুত মরহুম আতাউর রহমান খান কায়সারের ৯ম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা আজ ১১ অক্টোবর বিকেল ৫টায় সংগঠনের সভাপতি ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে রেড়ক্রিসেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ন সম্পাদক অলিদ চৌধুরীর পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদ, সংগঠনের যুগ্ন সম্পাদক মোঃ লিয়াকত আলী খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল আলম, এহসান উল্লাহ চৌধুরী, আবদুল হালিম, বিজয় শংকর দত্ত, আসিফ ইকবাল, তরুন কুমার রায়, নুরুল কবির চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ ইউছুফ কবির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগনেতা মোঃ মহিউদ্দীন,চট্টগ্রাম কলেজ ছাত্রী প্রতিনিধি হুমায়রা আয়েশা খান কাজল, মোঃ রাসেল, তোহা আল হাছান প্রমুখ।

সভার সভাপতি ডাঃ শেখ শফিউল আজম বলেন  মরহুম জননেতা আতাউর রহমান কায়সার ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ, মানবতাবাদী ও বঙ্গবন্ধুর আদর্শিক চেতনার প্রতি আস্থাশীল ব্যক্তিত্ব ছিলেন। অকুতোভয় নিবেদিত প্রাণ, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠকদের মধ্যে অন্যতম সাহসী সংগঠক ও সাদা মনের মানুষ ছিলেন আতাউর রহমান কায়সার। বক্তারা আরো বলেন, মরহুম জননেতা আতাউর রহমান খান কায়সার স্বাধীনতা পুর্ব আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে জাগরণ সৃষ্টি করেছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বাঙালী জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে প্রেরণা ও অপরিসীম সাহস জুগিয়েছিলেন। তিনি যেমন বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করেছিলেন তেমনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। জমিদার বংশের সন্তান হয়েও সাধারণ জনগোষ্ঠীর সাথে খুব সহজে মিশে যেতেন বলে তাকে দলমত নির্বিশেষে সবাই ভালোবাসতো। তিনি সকল ধরনের সংকীর্ণতা থেকে উর্ধ্বে উঠে দলকে নেতৃত্ব দিতেন। মানুষকে ভালোবাসতেন ও গরীব দুঃখী মানুষের সেবা করতেন। তিনি রাজনৈতিক অঙ্গণের এক মহান আদর্শ ও প্রেরণার প্রতীক।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply