২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:০১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

চন্দনাইশ উত্তর হাসিমপুরে আব্দুস সালাম কন্ট্রাক্টরের স্মরণ সভা

     

 

চন্দনাইশের উত্তর হাসিমপুরস্থ হযরতুল আল্লামা কাজী আব্দুুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বিশিষ্ট সমাজ সেবক সদ্যমরহুম আলহাজ্ব আব্দুস সালাম কন্ট্রাক্টর স্মরণে এক শোক সভা ভাইখলিফা পাড়া রহমানিয়া জামে মসজিদ মাঠে ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। ভাইখলিফা পাড়া রহমানিয়া মসজিদের সভাপতি শিক্ষাবিদ আলহাজ্ব এম এ বারীর সভাপতিত্বে ও স্মরণ সভা কমিটির আহবায়ক মাস্টার শাহজাহান আজাদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন হাশিমপুর মকবুলিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মরহুমের জ্যেষ্ঠপুত্র আলহাজ্ব মো. নুরুল আলম কন্ট্রাক্টার, মাওলানা ক্বারী নুরুল আলম, কামাল উদ্দীন, মসজিদ কমিটির সেক্রেটারি নুরুল আলম ম্যানেজার, শওকত ওসমান টিপু, মুহাম্মদ ইয়াকুব আলী, নুর হোসেন, রহিম উদ্দীন কোম্পানি,

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আকতারুল আলম সেলিম, মাওলানা নাছির উদ্দীন, পয়সাল মাহমুদ, মাস্টার সেলিম উদ্দীন, আহমদ হোসেন খোরশেদ, মসজিদের ইমাম ক্বারী মাওলানা নুরুল আলম, মে. আব্দুল্লাহ, মাওলানা হেলাল উদ্দীন, মে. নুরুল হুদা, এনামুল হক, মো. শামসুদ্দীন, সৈয়দুল হক, ওসনান হারুন, মো. মুস্তাকিম, সিরাজ মোস্তফা আব্দুল্লাহ ফয়সাল, রিয়াজ উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, প্রত্যেক মানুষের মৃত্যু হয়। তবে ভাল মানুষ তাঁদের ভাল কৃতকর্মের মধ্য দিয়ে অমর হয়ে থাকেন। আলহাজ্ব আব্দুস সালাম কন্ট্রাক্টর ছিলেন নির্লোভ, নিরহংকারী, ত্যাগী ও শিক্ষাবান্ধব লোক। তিনি পরের দুখে দুঃখ এবং পরের সুখে সুখ বোধ করতেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply