১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১২/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ

প্রতিটি প্রবাসী পিতার একটাই দাবি বাংলাদেশের শিক্ষাঙ্গন সন্রাস মুক্ত হোক

     

 তৌহিদুল আলম তৌহিদ
একজন প্রবাসী হিসাবে বাংলাদেশ নিয়ে আমার কিছু ব্যাক্তিগত অভিমত প্রকাশ করলাম৷আমরা যারা প্রবাসে থাকি তাদের স্বপ্ন আমাদের অক্লান্ত পরিশ্রমের প্রেরিত অর্থগুলো দেশের অর্থনীতির চাকা সচল রাখবে৷তাতে দেশের উন্নয়ন তরান্নিত করা সরকারের জন্য একটি উওমপন্তা ৷আর আমাদের এই ঘাম জরানো পরিশ্রমের ফলে একটি স্বপ্ন বা আশা থাকে৷তা হল দেশে বসবাস রত আমাদের পরিবার অংশগুলো মানুষের মত মানুষ হবে ৷তাদের মাধ্যমে আমরা আমাদের কষ্টের বিনিময় রোধ করবো কিন্ত দেশের সাম্প্রতিক অবস্থা এতটাই খারাপ আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার মত৷একজন পিতা তার অর্জিত টাকাগুলো তার সন্তানকে মানুষ করার জন্য ব্যয় করে সন্তানকে ভাল করে মানুষ করা প্রতিটি পিতার দায়িত্ব তখন সন্তানকে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তার প্রচুর অর্থ ক্ষয় হয়৷তারপরও আশায় বুক বাধে প্রতিটি বাবা সন্তান একদিন শিক্ষক, ডাক্তার, ইন্জিনিয়ার বা ইত্যাদি হয়ে দেশের দশের আমার নাম উজ্জল করবে,কিন্ত বর্তমান বাংলাদেশের ছাত্র সংগঠন গুলোর যেই অবস্থা তাতে প্রতিটি শিক্ষাঙ্গনে তাদের সটিক পথে থাকা অত্যন্ত ভয়াবহ আকার ধারন করে৷
বর্তমান শিক্ষার পরিবেশে যদি সে ধার্মিক হয় তাহলে তো আর কথায় নেই ৷সে যদি তার মনের ইচ্ছের বিরুদ্ধে কোন কিছু সম্পাদন না করে তাহলে হয়তো বর্তমান পরিস্থিতি থাকে কঠোর সমস্যার সম্মুখিন হতে হবে৷আর যদি কোন অনকাঙ্কিত ঘটনার সম্মুখিন হয়৷তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন হয় একজন পিতা বা তার পরিবার৷তাই প্রতিটি প্রবাসী পিতার একটাই দাবি বাংলাদেশের শিক্ষাঙ্গন সন্রাস মুক্ত হোক৷

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply