২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১২:০৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ

অপরাধী যেই হোক প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবেন না

     

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যেই হোক প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবেন না। আমাদের নেত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১র দিকে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি। কাদের বলেন, নেত্রী আগেও কঠোর অবস্থানে ছিলেন এখনো আছেন।

তিনি বলেন, ক্ষমতাসীন দলেও অনেক সময় আগাছা-পরগাছা ঢুকে পড়ে নানা কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে এসব অপকর্মের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি কী? নেতৃত্বের দৃষ্টিভঙ্গি কী? অবস্থান কী নিচ্ছে। এসব অপকর্ম যারা করে তাদের দলে কোনো প্রশ্রয় দেয়া হবে না।

কাদের বলেন, এখন প্রশাসন অনেক তৎপর। বুয়েটের ঘটনার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে। ৯ জনকে গ্রেফতার করেছে এবং ১১ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply