২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৩৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

লামায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন আলীকদম জোন কমান্ডার

     

 

লামা (বান্দরবান) সংবাদদাতা 

লামায় শারদীয় দূর্গা পূজার নবমীতে সন্ধ্যায় এক আলোচনা সবাই আলীকদম জোন কমান্ডার বলেন, সমাজে সকল ধর্মের মানুষের সোহার্দপূর্ন সহাবস্থান নিশ্চিত হয়েছে। মকল ধর্মে শান্তি-সম্প্রীতির কথা বলা হয়েছে, কোন ধরণের সাম্প্রদায়িকতা, উগ্রবাদিতার সুযোগ দেয়া হবেনা। বিশ্ব দরবারের বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, উন্নত দেশ বলে বিবেচিত হচ্ছে।সোমবার রাতে দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন শেষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লে: কর্ণেল সাইফ শামীমসহ অন্যান্য বক্তারা এসব কথা বলেন। এর আগে এসময় তিনি শুভেচ্ছা স্বরুপ মিষ্টান্ন উপহারের প্যাকেট তুলে দেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দর হাতে।

লামা হরি মন্দির কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য’র সভাপতিতে ও সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চাচলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবী, লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রমূখ।বক্তরা বলেন, ধর্ম যার যার দেশ সবার। সকল ধর্মের মানুষের নিরাপদ নীড় হিসেবে বাংলাদেশ একটি অন্যতম অসাম্প্রদায়িক রাষ্ট্র। বক্তারা আরো বলেন, জাতির জনক কণ্যা  এদেশকে শান্তি-সম্প্রীত, উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে দাড় করাতে সক্ষম হয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply