২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:১৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:১৮ পূর্বাহ্ণ

ওষখাইন দরবার শরিফে শাহ ছুফী আলি রজা রাঃ রিসার্চ সেন্টার উদ্বোধন

     

 

আজ ৭ অক্টোবর সকাল ৯টায় আনোয়ারা পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন আলী নগর দরবার শরীফে ওষখাইন শাহ্ আলী রজা (রাঃ) আলিম মাদ্রাসায় “হযরত শাহ্ ছুফী আলী রজা (রাঃ) রিসার্চ সেন্টার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পীরে ত্বরিকত শাহ ছুফী মোহাম্মদ ইলিয়াছ রজা (মাঃ জিঃআঃ)। এই সময় তিনি বলেন, মৃত্যু মানুষকে জীবন থেকে বিচ্ছিন্ন করতে পারে না, রাতের অন্ধকার আমাদের অন্তর্দৃষ্টিকে স্তিমিত করতে পারে না। কেবল অজ্ঞানতাই আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করে। তাই-আমাদের অজ্ঞতাকে দূর করতে হবে, আর অজ্ঞতাকে দূর করার জন্য বই পড়তে হবে। বই পড়ার জন্য হযরত শাহ সূফী আলী রজা (রাঃ) রির্চাস সেন্টার আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শাহ আলী রজা (রহঃ) এর লিখিত পুস্তকাদি বঙ্গানুবাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা এই মুহুর্তে সময়ের দাবি। এতে আরোও উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া এবং সহকারি পরিচালক শাহজাদা মাওলানা নেছার মিয়া, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল মনসুর রেজভী সহ সম্মানিত শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ-জাতি-মানবতার কল্যাণ এবং বিশ্বমুসলিমের শান্তি কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply